• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৯:১৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৯:১৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্যাংকের অর্থ লোপাট করা নিয়ে সিপিডির রিপোর্ট আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী

২৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৫:৩০

ব্যাংকের অর্থ লোপাট করা নিয়ে সিপিডির রিপোর্ট আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি: ব্যাংকের অর্থ লোপাট করা নিয়ে সিপিডির রিপোর্ট আজগুবি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন যারা দেশের অর্থ লোপাট নিয়ে বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অঙ্ক কষে আজগুবি তথ্য দিয়েছে।

ওরা একেক সময় একেক ধরনের গল্প বলে এবং ছড়ায় উল্লেখ করে তিনি আরও বলেন, দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহণ করবে।

২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিপিডির প্রতি সম্মান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার মতো বড় দেশ উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।

এসময় তিনি গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মোমেন বলেন, ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোনো ভয় আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে, তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নাই।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রোপাগান্ডা শোনেন। একেকটা কাহিনি কয়দিন পরে পরে বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময় সভায় অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১