মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: কিছুটা কমদামেই কবুতর খরগোশ ও ঘুঘু কিনে স্বস্তি পাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তরের মানুষজন। বিশেষ করে ককটেল, বাজরিকা, জাভা, লাভবার্ড, অস্ট্রেলিয়ান ঘুঘু, কাকাতুয়া, কাতুয়া, বিদেশি ও বাহারি জাতের কবুতর। এসবের দাম সস্তা হওয়ায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে নামগুলো। খামারি ও খুচরা বিক্রেতারাও মিলে জমিয়ে তুলেছেন হাট।
স্থানীয়রা জানান, চাঁদপুরের মতলব উত্তরের সুজাতপুর, কালির বাজার এবং ছেংগারচর বাজারে প্রতি শুক্রবার বসে কবুতরের হাট। সাপ্তাহিক এই হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত কবুতর খরগোশ ঘুঘুসহ হরেক রকমের পাখি বেচাকেনা হয়। 'ঝুঁকি কম, লাভ বেশি, শখের বসে কবুতর পুষি' এমন শ্লোগান নিয়ে সৌখিন পাখি পালনকারী ও বাণিজ্যিক খামারিদের উৎসাহিত করতে এই হাট চালু করার কথা জানান তারা।
শুধু কবুতর নয়, এখানে মানুষ সখের প্রাণীও বেচাকেনা করেন। তবে অন্যান্য এলাকার তুলনায় এখানে কম দামে বেচাকেনা হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। তাই খামারি ও খুচরা বিক্রেতারা মিলে জমিয়ে তুলেছেন হাট। কবুতর ব্যবসায়ীরা বলছেন, ২শ’ থেকে ৪শ’ টাকায় দেশি কবুতর, লাক্কা বা ময়ূরী এবং সিরাজী ৮শ’ থেকে দেড় হাজার টাকা, বাচ্চা কবুতর আড়াইশ’ টাকা, বোম্বাই কবুতর ১ হাজার টাকা, রেসার ৬শ’ থেকে দেড় হাজার টাকা, কাল দোম-গিরিবাজ ও মুক্ষী ৫/৬শ’ টাকা। এছাড়া দেশি ও অস্ট্রেলিয়ান ঘুঘু ৪শ’, অফ্রিকান ঘুঘু ৭শ’, তিতির মুরগীর বাচ্চা ১৪শ’ টাকা, বাজরীকা পাখি ৩শ’ টাকা, কোয়েল ২শ’ টাকা। দেশি-বিদেীশি খরগোশের বাচ্চা পাওয়া যায় ৪শ’ ও বয়স্ক ১ হাজার টাকায়, ছাগলা খরগোশ ৬শ’ টাকায় জোড়া বিক্রি হয়।
হাটের নিয়মিত কবুতর ক্রেতা তাইজুল ইসলাম সাগর বলেন, ‘কবুতরের হাটে অন্যান্য পাখিসহ খরগোশ কম দামে পাওয়া যায় বলে আমি প্রায়ই এখানে আসি। হাটের ব্যবস্থাপনাও ভালো।'
হাটের বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, নতুন উদ্যোক্তা ও খামারি তৈরিতে কবুতরের হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রাণী সম্পদ কার্যালয় হাটে আসা উদ্যোক্তাদের পরামর্শ এবং সহায়তায় সবসময় প্রস্তুত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available