• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রেলমন্ত্রীকে শোকজ

২৭ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:০৮:২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জর্জ ইসমাইল হোসাইন লিখিতভাবে এ নোটিশ দেন।

পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জর্জ ইসমাইল হোসাইন জানান, নৌকার প্রার্থী রেলমন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে আমাদের নজরে আসে। যেহেতু এ ঘটনায় আচরণবিধিমালা লঙ্ঘন হয়েছে, তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ২৩ ডিসেম্বর শনিবার জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং ২৫ ডিসেম্বর সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় পৃথকভাবে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।

এসময় রেলমন্ত্রী ভোট দিতে না গেলে তালিকা করার হুমকি দিয়ে বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দেবে না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিস্ট করছি। একটি কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে, আর একটিতে থাকবে কারা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আপনি সরকারি সুযোগ-সুবিধা নিবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না। সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বানও জানান তিনি।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন হওয়ায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তার কারণ স্ব-শরীরে উপস্থিত হয়ে ২৭ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার মধ্যে দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০