ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসূউদ্দিন মোল্লা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এতে লিখিত বক্তব্য পেশ করেন জেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল, দফতর সম্পাদক আলী আশরাফ পিয়ার প্রমুখ।
সংবাদ সম্মেলনে শামীম হক তার কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা, স্বতন্ত্র প্রার্থীর আভ্যন্তরীণ কার্যকলাপের দায়ভার চাপানো এবং নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তিনি দাবি করেন, বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর সময় তার কর্মীদের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকরা ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। এছাড়াও মিথ্যা প্রোপাগাণ্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে একে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে।
বক্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব গুজব ও মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available