মানিকগঞ্জ প্রতিনিধি: মাানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মো. টুটুল উদ্দিনসহ উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ জন পুলিশ কর্মকর্তা।
২৭ ডিসেম্বর বুধবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) নাঈম মো. জিহাদ উদ্দিন, কাজী তোবারক হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. রবিউল ইসলাম. আব্দুল আজিজ, সুশংকর মল্লিক, সোয়েল রানা, আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, মো. খায়রুল ইসলাম, মো. রাসেল নিয়াজী, অনুপ রায়, রাজীব কুমার কুন্ডু, মো. কামাল উদ্দীন, মো সাজেদুল করিম সরকার. মাহফুজ আলম, একেএম মঈন উদ্দিন, আইয়ুব আলী, মুহ. শরীফুল ইসলাম, মো. মশিউর রহমান, এসএম আহসান হাবীব, মো. তাজুল ইসলাম, মো. শাকিল হুদা জনি, সুব্রত বিশ্বাস, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. মশিউর রহমান, রাসেল মাহমুদ, ব্রজেন কুমার ঘোষ, মুহাম্মদ আজিজুল হক, মো. মতিউল ইসলাম, মো. মাইনুল ইসলাম, মো. আফতাব হোসেন, মো. ফিরোজ আলম হাওলাদার, মো. সাদ্দাম হোসেন, মো. রাশিদুল ইসলাম, মো. আশিকুর রহমান দেওয়ান, ওমর কাইউম, মো. আবু শাহিন কাদির, সুজন চন্দ্র কর্মকার, কৃষ্ণ চন্দ্র মজুমদার, মো. শফিকুল ইসলাম, খন্দকার আওরঙ্গজেব, মো. টুটুল উদ্দিন, মো. নুরুল হুদা, নজীব আহাম্মেদ, আবদুল হান্নান ও মো. ফিরোজা আলীসহ ৪৬ জন।
সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জানিয়ে মো. টুটুল উদ্দিন বলেন, বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি। বিশেষ করে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম (বার)-সহ সকল সিনিয়র অফিসারদের, যাদের দিক নির্দেশনায় আমি সব সময় কাজের প্রতি অনুগত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পেরেছি। এছাড়া মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
টুটুল উদ্দিন কর্মরত অবস্থায় ঢাকা রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পদক ও সনদপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও ২ বার মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে মনোনীত ও জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available