সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ১৮৬টি চোরাই মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ সুমরার কয়েকটি এলাকা থেকে ১৯ লাখ টাকা সমমূল্যের ১৮৬টি স্মার্ট ফোন জব্দ করেছে পুলিশ। এসময় এ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলামসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলো, মোগলাবাজারের সিলাম এলাকার টিকরপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২১) ও সিলেট মহানগরের শাহপরাণ থানার টিলাগড় এলাকার মো. সিরাজুলের ছেলে মো. হাসান আহমদ (২৩)।
পুলিশ জানায়, এই চক্র সিলেট মহানগরের বিভিন্ন স্থান মোবাইল ফোন চুরি করে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। আটক দু’জনের কাছ থেকে ১৮৬টি মোবাইল ফোন ও চোরাই কম্পিউটারের সরঞ্জামাদিও জব্দ করে পুলিশ। এসবের আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available