• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজাদকে জাতীয় পার্টির সমর্থন

২৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৯:২১

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজাদকে জাতীয় পার্টির সমর্থন

কুমিল্লা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা।

২৭ ডিসেম্বর বুধবার বিকেলে পৌরসভার কেন্দ্রীয় মসজিদ মার্কেটে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলার নেতাকর্মীরা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে সমর্থন জানান। এ আসনে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) মনোনীত লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজগর।

পথসভায় বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে ঈগল প্রতীককে সমর্থন দেয়া হয়েছে। উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আলাপ শেষে এই সিদ্ধান্ত নিয়েছি। দেবিদ্বার থেকে দুঃশাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন। দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের মূল্যায়ন করব। আগামীর দেবিদ্বার উন্নত, স্মার্ট দেবিদ্বার হিসেবে গড়ে তুলতে আপনাদের একটি করে ভোট দরকার।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম-আহ্বায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার ও দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫