সিলেট প্রতিনিধি: সিলেটে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
২৭ ডিসেম্বর বুধবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে সফরকারী ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তারা।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ শার্লোট সুয়েবেস।
এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
বৈঠক শেষে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর উপর সরকারের যে নির্মম অত্যাচার, দমন-পীড়ন চলছে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে এটা সারা বিশ্ব দেখছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এসব বিষয়ে প্রতিনিধি দলের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available