বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বিএনএম প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবীব এই জরিমানা করেন।
অভিযুক্ত মো. রানা হাওলাদার (২৬) পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরগুনা-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত নেীকা প্রার্থী সুলতানা নাদিরার কর্মী।
পাথরঘাটা সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ড. আবদুর রহমানের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেন মো. রানা হাওলাদার। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ-বিধির ১৮ ধারা লঙ্ঘন করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা ভূমি কর্মকর্তা খান সালমান হাবীবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিচারক খান সালমান হাবীব সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রানাকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি পালন করতে আমরা সকল প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের আহ্বান জানাচ্ছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available