নোয়াখালী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে মানবতা এক্সপ্রেস খেজুরতলার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৭ ডিসেম্বর বুধবার উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুরে এ আয়োজন করা হয়। মানবতা এক্সপ্রেস খেজুরতলার প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ইসমাইল বোখারীর সঞ্চালনায় দোয়া-মোনাজাত, জাতীয় সঙ্গীত এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন বাচ্চু, ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার আল শরীফ এবং ব্যবসায়ী ও সমাজ সেবক বদিউজ্জামান।
এছাড়াও সমাজ সেবক সৈয়দ আহম্মদ মজুমদার, আব্দুস ছোবান, আব্দুল মজিদ, শহীদ উল্লা, জিল্লু মেম্বার, ইউসুফ আলী, রিয়াজ, টিটু, সিফাত, সোহাগ, সাদ্দামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ৬ জন এবং ১ জন শহীদ মুক্তিযোদ্ধাসহ মোট ৭ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন, নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, মো. আবু জাহের, মোখলেসুর রহমান, বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত আবুল কালাম, অবসর প্রাপ্ত ব্রিগিডিয়ার মো. জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও মুক্তিযোদ্ধা সালেহ আহমদ মজুমদার।
সম্মাননা ক্রেস্ট উত্তরণী এবং এন আর জে গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা সহ গরীব-দুস্থ, অসহায় ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে দুইশ’ কম্বল বিতরণ করা হয়। এছাড়া সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এন আর জে গ্রুপের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মো. জহির আহম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available