স্টাফ রিপোর্টার, সাভার: নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের ৩ সমর্থককে ৩০ হাজার ঢাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধিমালার ৮ (ক) বিধি ভঙ্গের দায়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাসেল ইসলাম নূর তিনজনকে এ অর্থদণ্ডের আদেশ দেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী শোভাযাত্রা করছিলেন তার সমর্থকরা। এসময় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
এ অভিযানে তিনি শোভাযাত্রায় ব্যবহৃত তিনটি ট্রাক থামিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মামুন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর আলম প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮ (ক) বিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available