মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়া ও গুলি করার হুমকিদাতা সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম। ২৭ ডিসেম্বর বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে সিংগাইর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে স্বতন্ত্র প্রার্থীর কর্মী শাহানুর ইসলাম, আবদুর রাজ্জাক ও মিনহাজ প্রচার চালাতে গেলে হুমকি দেন নৌকার সমর্থক আলী ইস্কান্দার।
এ সময় উচ্চস্বরে আসামি বলেন, এবার আমার দেখার আছে। আমি তো ভিতরে থাকবো, নৌকায় কে ভোট না দেয়, আমি তার হাত কাইট্যা ফেলামু। এসব উস্কানিমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয় বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন।
এ ঘটনার প্রতিবাদে ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
অভিযুক্ত ইস্কান্দার আলী বলেন, বিষয়টি আসলে হুমকি নয়। তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন তাই রাগ করেছি । এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে এমপি মমতাজ বেগম বলেন, বিষয়টি একতরফা নয়। তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তবে আমি এমনটা পছন্দ করি না। কেউ যদি হুমকি-ধামকি দিয়ে থাকেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available