• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাংবাদিকের বাবা-মায়ের উপর হামলা

২৯ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৩১:০০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাংবাদিকের বাবা-মায়ের উপর হামলা

মাদক বিক্রিতে দেওয়ায় সাংবাদিকের বাবা-মায়ের উপর হামলা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক আফসানা আক্তারের মা ও বাবার উপর হামলা করে রক্তাক্ত জখম করা হয়েছে৷ শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর গোয়ালবন্দ খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে৷

এ ঘটনায় সাংবাদিক আফসানা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন৷ এতে অভিযুক্ত করা হয়েছে উত্তর গোয়ালবন্দ খিলমার্কেট এলাকার মৃত নূর ইসলাম সরদারের ছেলে মিজানুর রহমান (৫০) ও তার স্ত্রী শিমুসহ (৩০) অজ্ঞাত কয়েকজনকে৷

অভিযোগে আফসানা আক্তার উল্লেখ করেন, তাদের বাড়ির পাশে অভিযুক্তদের রিকশার গ্যারেজ৷ সেখানে গভীর রাত পর্যন্ত মাদক ও জুয়ার আড্ডা চলে৷ রাতভর তাদের হৈ-চৈ এর কারণে সামাজিক পরিবেশ নষ্ট হয়৷ ইতোপূর্বে আসামিদের জুয়া ও মাদকের আড্ডা বন্ধের কথা বললে তারা সেসব বন্ধ না করে আমাদের হুমকি-ধমকি দেয়৷ এরই জেরে শুক্রবার দুপুরে যখন আমার বাবা-মা ছাড়া কেউ ছিলেন না তখন আসামিরা হামলা চালায়৷ তাদের হাতে থাকা ধারালো বটি দিয়ে আঘাত করলে আমার মায়ের কান কেটে যায়৷ তাকে হাসপাতালে নিলে কানে কয়েকটি সেলাই পড়ে৷ বাবাকে লোহার রড, লাঠিসোটা দিয়ে মারধর করে৷ চিৎকার শুনে আমার দাদি ঠেকাতে আসলে তাদেরও  আসামিরা৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি৷ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে৷ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫