তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার কালিগঞ্জ বাজারের কর্মকার হার্ডওয়ারের মালিক আলু ব্যবসায়ী সুভাস কর্মকার আলু বীজের নামে খাওয়ার আলু দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই আলু বীজ ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব হয়ে পথে বসেছেন গাগরন্দ চকপাড়ার বেশ কয়েকজন আলু চাষি।
কৃষক মিজানুর রহমান বলেন, ব্রাকের সাটিফাই (ডায়মন) উন্নত মানের বীজ বলে সুভাষ খাওয়ার আলু দিয়েছেন। তিনি বলেন, ৬৫ টাকা কেজি সুভাষের কাছ থেকে বীজ নিয়ে তিনি ৩৫ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। কিন্তু ওই বীজের গাছ গজায়নি। মাঝে মাঝে দু' একটা করে গাছ বের হলেও সেই গাছ তুলে দেখা যাচ্ছে পচে গেছে।
অপর কৃষক রবিউল ইসলামও সুভাষের কাছ থেকে বীজ নিয়ে ২০ বিঘা জমিতে আলু রোপণ করেছিলেন। তারও অবস্থা মিজানুরের মতই। আরও বেশ কয়েকজন সুভাষের কাছ থেকে বীজ নিয়ে রোপণ করা আলুর জমির একই অবস্থা বলে জানান তিনি।
সরেজমিন গাগরন্দ মাঠে গিয়ে দেখা গেছে, জমিতে রোপণ করা বেশিরভাগ বীজের গাছ বের হয়নি। ফাঁকে ফাঁকে দু' একটা গাছ বের হয়েছে। পুরো জমির একই চিত্র।
কৃষক মিজানুর তার লোকজন নিয়ে জমিতে নতুনভাবে বীজ লাগাচ্ছেন। তিনি বলেন, ৩৫ বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। তিনি বীজ ব্যবসায়ী সুভাষের শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে তানোর কালিগঞ্জ কর্মকার হার্ডওয়ারের মালিক ও আলু ব্যবসায়ী সুভাষ কর্মকার বলেন, বীজ থেকে চারা বের না হলে আমি কী করতে পারি? এটা বলেই তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available