• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন আহত

৩০ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৪:৪৬

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন আহত

ফাইল ছবি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাইছড়ির এলাকায় বন্যহাতির আক্রমণে চাইসুই অং মারমা(৪৫) নামে একজন আহত হয়েছেন।

আহত চাইসুই অং মারমা জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি আরও জানান, আহত ব্যক্তি কয়েকজন সঙ্গীসহ ৩০ ডিসেম্বর শনিবার সকাল ৬টার দিকে চিৎমরম সাপ্তাহিক বাজারের দিকে আসছিলেন। সেই সময় পথে তিনি হাতির আক্রমণের শিকার হন। এ সময় তার সঙ্গীরা চিৎকার করলে হাতিটা তাকে আহত করে পালিয়ে যায়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৭ ডিসেম্বর বুধবার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীতাপাহাড়ে মারমা পাড়ার কলাবাগানে বন্য হাতির আক্রমণে অংশেহ্লা মারমা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, হাতির যে দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার ওই ছেলেটিকে আক্রমণ করেছে এবং শনিবার যে এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে, এই দুই এলাকা পাশাপাশি। হাতির দলটি এই মুহূর্তে ওই এলাকায় অবস্থান করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫