মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে চলছে নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিকের ব্যাপক প্রচার-প্রচারণা।
২৯ ডিসেম্বর শুক্রবার উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে পথসভায় যোগদান করে।
পথসভায় আশেক উল্লাহ রফিক বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা ভেবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, আমি বিগত ১০ বছর আপনাদের সেবক হিসেবে কাজ করছি। এলাকার সকল স্তরের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি।’
আওয়ামী লীগের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মহেশখালীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, এসব মেগা প্রকল্পে ব্যাপক কাজের ক্ষেত্র সৃষ্টি হবে। বেকার ছেলেদের কর্মসংস্থানের কথা চিন্তা করে টেকনিক্যাল কলেজও স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছি’।
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন লবণ নিয়ে বিগত সময়ে অনেক তালবাহানা হয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতোমধ্যে লবণ আমদানি নিষিদ্ধ করেছেন। বিগত সময়ে লবণের মূল্য বিপর্যয় হয়েছে। আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি লবণের ন্যায্য মূল্য প্রধানমন্ত্রীর মাধ্যমে নিশ্চিত করেছি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম জফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী পৌরসভার মেয়র মুকসুদ মিয়া প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available