রংপুর ব্যুরো: আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লাঙলকে জয়ী করতে রংপুরে জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার সকালে এ রুদ্ধদ্বার বৈঠকে আসন্ন নির্বাচনে একসাথে কাজ করার প্রত্যয় জানান দু’দলের নেতাকর্মীরা।
এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থীর সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এছাড়াও নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় আমার নেতাকর্মীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছে। এ কারণে সারাদেশে সাধারণ জনগণের মনেও দেখা দিয়েছে শঙ্কা।
এর আগে জি এম কাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক আবুল কাসেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় জিএম কাদের নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available