খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: পক্ষে-বিপক্ষে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই জমে উঠেছে কুষ্টিয়া-৪ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু করে, রাস্তার অলিগলিতে এখন শুধু ভোটের আলোচনা। প্রার্থীদের ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে কুষ্টিয়া-৪ আসন। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৬০ জন ও পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৩৩ জন।
এই আসনটিতে এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি লড়ছেন ট্রাক মার্কা নিয়ে। লাঙ্গলের প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আয়েন উদ্দিন। এছাড়াও এই আসনটিতে আরও ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।
নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ আসনের ভোটাররা নৌকায় ভোট দেবেন।
ট্রাক মার্কা নিয়ে লড়ছেন আব্দুর রউফ। তিনিও জয়ের বিষয়ে আশাবাদী। বিজয় সুনিশ্চিত করতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সাধারণ ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের কথা মাথায় রেখেই ভোট দেবেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available