• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ৯ মামলার আসামিসহ গ্রেফতার ৪

৩১ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৩:৪০

সিলেটে ৯ মামলার আসামিসহ গ্রেফতার ৪

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ৯ মামলার আসামি কামরুল ইসলাম (৩০)সহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের ওপর আসামি ও তার স্বজনরা হামলা চালালে দু'জন পুলিশ আহত হন।

৩০ ডিসেম্বর শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।

২৯ ডিসেম্বর শুক্রবার সিলেটের গোয়াইনঘাট থানাধীন ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের সতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের ইছরাক আলীর ছেলে কামরুল ইসলাম (৩০) একই গ্রামের ইছরাক আলীর স্ত্রী জুলেখা বেগম (৫৫), ইছরাক আলীর মেয়ে রুনা আক্তার রুমি (২৩) ও আব্দুস ছালামের ছেলে আব্দুল বাসিত (২২)।

২৯ ডিসেম্বর শুক্রবার রাতে আসামি কামরুলের বাড়ি পুলিশ ঘেরাও করে। এ সময় এসআই কামাল হোসেন ফোর্সসহ আসামি কামরুল ইসলামের বসতঘরে প্রবেশ করলে কামরুল ধারালো দা হাতে নিয়ে পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় দুজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন। বসত ঘরে তল্লাশি চালিয়ে কামরুলের বিছানার নিচ থেকে ৩ ফুট লম্বা ধারালো তরবারি, ১টি ধারালো দা, ১টি প্লাস্টিকের হাতল যুক্ত চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ সময় কামরুলের মা ধৃত আসামি জুলেখা বেগম, বোন রুনা আক্তার রুমি ও কামরুলের ফুফাতো ভাই আব্দুল বাসিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামরুলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় কমরুলও আহত হয়। পরে পুলিশ তাদেরও আটক করে। বর্তমানে কামরুল সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ প্রসঙ্গে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণের সহযোগিতায় কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫