পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৫০০ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩০ ডিসেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুডভ্যালি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক কারবারি ঈশ্বরদী থানাধীন ফতে মোহাম্মদপুর এম. এস. কলোনী নতুনপাড়া এলাকার মৃত সালা উদ্দিনের ছেলে মো. আব্বাস উদ্দিন (৪৩)।
র্যাব সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার রেল গেইট মোড় হতে কতিপয় মাদক কারবারি থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বিপুল পরিমাণ চোলাই মদ একটি ইজিবাইকযোগে ঈশ্বরদী হতে পাবনা অভিমুখে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জন মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় তার কাছে থাকা ৫০০ বোতল (৩০০ লিটার) মদ, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব-১২ এর পিপিএম অধিনায়ক মো. মারুফ হোসেনের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
র্যাব আরও জানায়, এই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ও দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করে আসছিল।
পরে আটক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ হওয়া মাদকের আলামতসহ তাকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available