সিলেট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ছাড়া ভোটের মাঠে নেই আর কেউ। তাই ভোটাররা মনে করছেন মোমেন অনেকটা খালি মাঠেই গোল দেবেন।
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে নির্বাচনী আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এ আসন। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নৌকার প্রার্থী ছাড়া অন্যদের খুব একটা প্রচারণা দেখা যায়নি, এমনকি শহরজুড়ে একটি পোস্টারও পাওয়া যায়নি।
এদিকে মাঠে শক্তিশালী প্রার্থী না থাকলেও মোমেন ঠিকই জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনিসহ তাঁর কর্মী-সমর্থকেরা প্রতিদিন বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
সিলেটের একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কথা বলে আসছেন। তবে সিলেটে আওয়ামী লীগের পাশাপাশি আরও ৪টি দলের প্রার্থী থাকলেও তাদের সেই অর্থে কোনো তৎপরতা নেই। ওই প্রার্থীরা তুলনামূলকভাবে ভোটারদের কাছে অনেক অপরিচিত। ফলে অনেকটা একতরফা নির্বাচন হবে বলে মনে হচ্ছে। এতে মোমেনের জয়ের পাল্লাই ভারী।
সিলেট-১ আসনের ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ছাড়া আর কেউ ভোটের প্রচারণায় নেই, তাই আগের মতো ভোটের আমেজ পাওয়া যাচ্ছে না। তাই এক প্রকার প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available