নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পাঁচ দিনব্যাপী হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাছাই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
৩১ ডিসেম্বর রোববার দুপুরে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নীলাচল হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক কাজী মাহবুবুর রশিদ।
বিসিক নীলফামারীর উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম ডাবলু ও টিটিসি অধ্যক্ষ জিয়াউর রহমান।
এ সময় হুসনে আরা খাতুন বলেন, হালকা প্রকৌশল শিল্পের ছোট ও মাঝারি উদ্যোগের সাধারণ উদ্যোক্তারা স্বশিক্ষিত। তারা তাদের অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে চলেছেন। বিভিন্ন শিল্পের পণ্য উৎপাদন ও সেবা দিয়ে জাতীয় অর্থনীতিতে তারা ভূমিকা রাখছেন। তাদের অভিজ্ঞতা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহ এবং ব্যবহারের উপর এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available