নিজস্ব প্রতিবেদক: নানান নাটকৗয়তার পর ঢাকা-১৮ আসনে এম পি হাবিব হাসান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনকে সরাসরি ট্রাক মার্কায় সমর্থন দিলেন।
৩০ ডিসেম্বর শনিবার সন্ধায় ৫০নং ওয়ার্ডের একটি পথসভায় প্রথম এই সমর্থন দেন তিনি। এর আগে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েও দলের জন্য জাতীয় পার্টির শেরেফা কাদেরকে আসনটি ছেড়েছিলেন।
এদিকে এই আসনে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভোটারদের কাছে ভোট চান জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা।
এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কেতলী প্রতীক, জাতীয় পার্টির শেরেফা কাদের লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালোভাবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
সব প্রার্থীদের বড়ো চ্যালেঞ্জ ভোট দিতে মানুষকে কেন্দ্রে আনতে উৎসাহ দেওয়া। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তথ্য সূত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনের মোট ভোটারের সংখ্যা ৫৮৮,৬৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের ৩১৯,৯০০ জন, নারী ভোটার ২৮৬,৬৯৩ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৬ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available