বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে দেশি-বিদেশি চারটি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬।
৩১ ডিসেম্বর রোববার দুপুরে ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ করে ধ্বংস করা হয়।
এর আগে, শনিবার গভীর রাতে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার এক মাঠে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও ককটেল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার গভীর রাতে পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩টি ককটেল ও গোলাবারুদ জব্দ করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এসব ফেলে রেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক ককটেলগুলো শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র্যাবের অবৈধ অস্ত্র উদ্ধারসহ নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available