• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি-জামায়াত ভোট বর্জন করে ফান্দে পড়ে গেছে: নসরুল হামিদ

১ জানুয়ারী ২০২৪ রাত ০৯:০০:১৪

বিএনপি-জামায়াত ভোট বর্জন করে ফান্দে পড়ে গেছে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি জামায়াত জোট এখন বুঝতে পারছে, নির্বাচনে না এসে তারা ভুল করেছে। এখন আর কিছু করার নেই, তারা ফান্দে পড়ে গেছে। তারা ভোট বর্জন করেছে, সারাদেশের মানুষ তাদের বর্জন করেছে।

১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় শুভাঢ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বিপু বলেন, রাজনৈতিক দল নির্বাচনে থাকতে হবে, পাশ ফেল আল্লাহ তায়ালার কাছে। অথচ তারা চায় আগে থেকে তাদের পাসের গ্যারান্টি দিতে হবে। সেই গ্যারান্টি কেউ দিবে না।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে খালি হাতে আসি নাই, দেশের উন্নয়ন করেছি। এখন আপনাদের কাছে পবিত্র আমানত ভোটের আশা করছি। ৭ তারিখে সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫