দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মাছ ধরতে গিয়ে জালাল মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৩৯ ঘণ্টা পর একটি মৎস্য খামার থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় খুঁজে পান স্বজনরা।
১ জানুয়ারি সোমবার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার ও স্বজনদের দাবি কেউ তাকে হত্যা করে খামারে ফেলে রেখেছে।
নিহত ব্যক্তি বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত আব্দু মিয়ার পুত্র জালাল মিয়া (৫২)।
পুলিশ ও স্বজনরা জানান, ৩০ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টায় বিল থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জালাল মিয়া। পরে ১ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার ছগুরা গ্রামে ভাইয়া গ্রুপের পাশের একটি মৎস খামার থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে আলমগীর জানান, তার বাবার মাছ ধরার সখ ছিল। প্রায়ই তিনি মাছ ধরতে খালে-বিলে ও নদীতে জাল ফেলতেন। শনিবার রাতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরেননি তিনি।
ভাইয়া গ্রুপের পরিচালক আল আমিন জানান, সোমবার নিহতের পরিবারের লোকজন স্থানীয় ইউপি মেম্বারসহ এসে আমার মিলের সর্বত্র খুঁজে দেখেন। এমনকি আমার প্রতিটা তেলের ড্রামও খুঁজেছেন, চিপাচাপা দেখেছেন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন। অথচ তিনি আমার কর্মচারী না এবং তার সাথে আমার কোন প্রকার সম্পর্কও ছিল না।
এ ব্যাপারে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সোমবার সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available