খাগড়াছড়ি প্রতিনিধি: ইউপিডিএফ’র সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ জনগণকে গ্রাম-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
১ জানুয়ারি সোমবার বিকেলে পানছড়ি উপজেলার ফাতেমানগর উপজেলা সদরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।
এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামে গ্রামে গিয়ে বছরের পর বছর খবরদারি করবেন, মুরগী-কলার ছড়া আর এক বোঝা লাকড়ি থেকেও চাঁদা নেবেন, এটা চলতে দেয়া যায় না।
ভোট আসলে মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ করার দিন শেষ হয়ে আসছে। মানুষ জাগলে পাহাড়-জঙ্গল ছেড়ে পালাবার পথ পাবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
তিনি খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ভোটারদের ভোট দানে বাধা প্রদান ও ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনকারী সন্ত্রাসীদের নির্বাচনের পর রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নির্বাচনী প্রচার-প্রচারণায় কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ যোগ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available