রাজশাহী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় চারঘাট মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজশাহী, চারঘাট সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান পরামানিক। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল জল্পনা-কল্পনার অবসান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিতে চাই।
ভোটগ্রহণের সময় প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালনে অটল থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অপব্যাখ্যা বরদাস্ত করা হবে না। ওই দিন কোন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হলে তা প্রতিহত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available