নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয় বলে জানা যায়।
২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাদে পুটিকা এলাকার বোরহান উদ্দিন, তুষার মিয়া, রফিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম ও হক মিয়া। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার কর্মী-সমর্থকরা বাদে পুটিকা বাজারে নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন। এ সময় নৌকার প্রার্থীর সমর্থকরা লাঠিসোঁটা ও লগিবৈঠা নিয়ে হামলা চালায়। কার্যালয়ের সামনে থাকা সাতটি মোটরসাইকেল ভাঙচুর ও কর্মী-সমর্থকদের মারধর করে হামলাকারীরা।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমি উচ্চ আদালতে আপিল করে ২১ ডিসেম্বর মনোনয়ন ফিরে পাওয়ার পর ট্রাক প্রতীক বরাদ্দ পাই। এরপর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার কর্মী সমর্থকদের ভয়-ভীতি, হুমকি-ধামকি, উস্কানিমূলক বক্তব্য ও পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে।
এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, স্বতন্ত্র প্রার্থীর মুঠোফোন থেকে বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে নির্বাচন আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগকারী গতকাল রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available