আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘৭ তারিখের নির্বাচন তামাশার নির্বাচন’ বিএনপির এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বলছে নির্বাচন তামাশার, তাদের বক্তব্যটাই তামাশার। কারণ হচ্ছে জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে। জনগণের এখনকার কার্যকলাপে বুঝা যাচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
৩ জানুয়ারি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নির্বাচনের ক্ষেত্রে আমি বলব উনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন, তবে বাংলাদেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।
বিএনপি'র আইনজীবীরা আদালত বর্জন করেছেন এ সম্পর্কে তিনি বলেন, এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। এর কোন মর্মার্থ নাই। তার কারণ হচ্ছে আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছে। তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপি’র ভুল এবং অন্যায়।
এসময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available