পাবনা প্রতিনিধি: পাবনার কৃতিসন্তান রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন কর্তৃক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বাস উপহার দিয়েছেন। রাষ্ট্রপতির দেয়া এই শুভেচ্ছা উপহার বাস দুটি গ্রহণ করেন কলেজ অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থীরা। বাস হস্তান্তরের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা মো. আরশাদ আদনান রনি।
৩ জানুয়ারি বুধবার দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহাবুব সরফরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পরে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বাসের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতি কলেজ অধ্যক্ষ রাষ্ট্রপতির এই শুভেচ্ছা উপহার দেয়াতে তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকল শিক্ষক ও অতিথিদের নিয়ে ফিতাকেটে বাস দুটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ভারতের টাটা কম্পানির ৩৭ আসনের আধুনিক এই দুটি বাস পেয়ে বেশ খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি এক সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্র রাজনীতি করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি রাজনৈতিক ভাবে বেড়ে উঠেন। তাই শিক্ষক-শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আলোকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনি এই বাস দুটি উপহার দিয়েছেন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available