বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা এলাকার একটি পুকুর থেকে সাকিল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ ।
৩ জানুয়ারি বুধবার সকাল ৬টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার মৃত সাবেক আলম মেম্বারের পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সাকিল বীরগঞ্জ পৌরসভার মাকরাই গ্রামেই হপনা হেমরমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত সাকিল সাবেক মেম্বার আলমের পুকুরে রাতে পাহারা দিতো আর দিনে ট্রাক্টরে শ্রমিক হিসেবে কাজ করত।
পুলিশ সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে মাছ ধরতে নামলে তাদের পায়ের সাথে লাগলে বুঝতে পায় কেউ মাটির সাথে পরে আছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি বীরগঞ্জ থানার অবগত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিলের মরদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডিডি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available