ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ৩ জানুয়ারি বুধবার শামীম হকের পক্ষে নৌকার প্রচারণায় মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি বুধবার শামীম হকের আমন্ত্রণে সাকিব ফরিদপুরে এসেছেন। এর আগে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
৩ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে সাকিব প্রথমে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে ছাদ খোলা গাড়িতে চড়েন সাকিব ও শামীম।
রাসেল স্কয়ার থেকে গাড়িতে করে শহরের হাসিবুল হাসান লাভলু সড়ক, মুজিব সড়ক, থানা রোড, লিয়াকত হোসেন সড়ক, অনাথের মোড়, কমলাপুর, বেরিবাধসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাকিব গাড়ি থেকেই নেতাকর্মী ও ভোটারদের সাথে হাত মিলিয়ে শামীম হকের জন্য নৌকা প্রতীকে ভোট চান।
সাকিব আল হাসান বলেন, দেশজুড়েই এখন নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি প্রতিটি জায়গাতেই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। গতকালও আমি এসেছিলাম প্রধানমন্ত্রীর সাথে। আজ এসেছি শামীম ভাইয়ের জন্য।
সাকিব আরও বলেন, প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের জন্য যে ভালবাসা দেখিয়েছেন, আমি বিশ্বাস করি ফরিদপুরের মানুষ নৌকায় ভোট দিয়ে সেই ভালবাসার প্রতিদান দিবে। বাংলাদেশে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, সেই ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available