• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৪:২৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৪:২৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াই কোটি টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও!

৩০ জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:০৪:৪৯

আড়াই কোটি টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও!

জ. ই বুলবুল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা নিয়ে এক পরকীয়া প্রেমিকের হাত ধরে এক প্রবাসীর স্ত্রী পালিয়েছে। এই ঘটনায় এলাকায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

২২ জানুয়ারি রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে।

সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের দুই সন্তান ও আলিশান বাড়ি-ঘর রেখে তার স্ত্রী সাবিনা হোসেন প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা নিয়ে নজরুল ইসলাম নামের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। 

সাবিনা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। প্রেমিক নজরুল ইসলাম একই ইউনিয়নের পুরান থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

এ ঘটনা সাবিনার পিতা বাচ্চু মিয়া বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সাত দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  

এদিকে সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের দুই সন্তান জান্নাতুল বুশরা জুই ও জাহিরুল ইসলাম দিনরাত মায়ের জন্য কেঁদেই চলছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবিনা সঙ্গে ২০১০ সালের এপ্রিল মাসে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জয়নাল আবেদীনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে কিছুদিন পর জয়নাল আবেদীন থোল্লাকান্দি গ্রামে তার স্ত্রী সাবিনা নামে জমি কিনে সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সম্প্রতি সেখানে একটি তিন তলা বিল্ডিং নির্মাণের কাজ ধরেন তার স্বামী সৌদি প্রবাসী জয়নাল আবেদীন। দীর্ঘদিন ধরে স্বামী বিদেশ থাকায় সেগুলো দেখাশোনা করছেন তার স্ত্রী সাবিনা। স্বামীর অনুপস্থিতিতে বিল্ডিং কন্ট্রাক্টার নজরুল ইসলামের সঙ্গে সাবিনার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। যদিও তারা দুজনেই বিবাহিত ছিলেন। সাবিনা দুই সন্তানের জননী এবং নজরুল কন্ট্রাক্টার দুই সন্তানের জনক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১