কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
৪ জানুয়ারি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ যেন সুষ্ঠু ও বিশৃঙ্খলমুক্ত হয়, সেজন্য র্যাব-১০ তার নিয়ন্ত্রণাধীন এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। একইসাথে চেকপোস্ট ও চিরুনি অভিযান পরিচালনা করছে টহলরত র্যাব সদস্যরা।
নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সার্বক্ষণিক তৎপরতায় মাঠে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available