টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পক্ষ থেকে কেন্দ্রের আশেপাশের স্থানগুলোতে চলানো হয়েছে ডগ স্কোয়াড ও বিজিবি সদস্যদের তল্লাশি কার্যক্রম।
৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে টেকনাফের একাধিক ভোট কেন্দ্রে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ইন্টেলিজেন্স অফিসার মেজর মাসুদ রানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও বিজিবি সদর দফতরের নির্দেশনায় টহল কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। তারই অংশ হিসেবে আজকে আমরা টেকনাফের ভোট কেন্দ্রের আশেপাশের স্পর্শকাতর স্থানগুলোতে কে ৯ ইউনিটের ডগ স্কোয়াডের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available