• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৩:৩৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৩:৩৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার ভূমিদুস্য, গুলিবিদ্ধ ২

৩০ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:১২:৫১

আশুলিয়ায় স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার ভূমিদুস্য, গুলিবিদ্ধ ২

জহিরুল ইসলাম খান লিটন, সাভার : সাভারের আশুলিয়ায় জমি দখলকালে বাঁধা দেয়ায় ভূমিদস্যুর শটগানের ছোড়া গুলিতে কুদ্দুস ও হুমায়ূন কবির নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

৩০ জানুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে আশুলিয়ার চারাবাগে এই ঘটনা ঘটে।

এসময় স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন ভূমিদুস্য মতিন পাটোয়ারি (৬২), তার স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) তার ছেলে ফারহান (২৭)।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আল মামুন কবির।

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন, কুদ্দুস ও হুমায়ন কবিরদের সাথে মতিন পাটোয়ারির প্রায় ১০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারি হুমায়ন কবির থানায় সাধারণ ডায়েরি করেন। উভয় পক্ষ থানায় যাওয়া কথা থাকলেও মতিন পাটোয়ারি যায়নি। পরে হঠাৎ করে আজ সকালে জমি দখলের চেষ্টা করে মতিন পাটোয়ারি ও তার পরিবার। কুদ্দুস ও হুমায়নরা বাঁধা দিলে মতিন পাটোয়ারি ও তার ছেলে গুলি ছোড়ে। তাদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এসময় উত্তেজিত জনতা মতিন ও তার ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। মতিন পাটোয়ারি খারাপ প্রকৃতির লোক। আশুলিয়া বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।  

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আল মামুন কবির বলেন, জমির বিরোধ ধরে এই ঘটনা ঘটেছে। মতিন পাটোয়ারির লাইন্সেসকৃত শটগান ও  পিস্তল জব্দ করা হয়েছে। তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিন পাটোয়ারি দাবীকৃত জমির কোন কাগজপত্র দেখাতে পারেন নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মৌলভীবাজারে চোরাই গাড়িসহ গ্রেফতার ১
২৫ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৭:৩৪