সিলেট প্রতিনিধি: বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ, শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত নিজের শেষ নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ, শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। ৭ জানুয়ারি নির্বাচনে আতঙ্কের কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দান করবেন। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে শেখ হাসিনা সরকার কাজ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে মানুষের সব মৌলিক অধিকার পূরণ করবে সরকার। দেশের উন্নয়নের জন্য, জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দারিদ্রতার হার কমেছে, রপ্তানি বেড়েছে, জিডিপির হার বেড়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। আমাদের এই অর্জনগুলো ধরে রাখতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানি, কেননা আমরা বাস্তববাদী সরকার।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর।
যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available