• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য পরিবর্তন করলেন জাপা প্রার্থী সাব্বির আহমদ

৫ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩১:২৭

২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য পরিবর্তন করলেন জাপা প্রার্থী সাব্বির আহমদ

সিলেট প্রতিনিধি: ভোটের মাঠ থেকে থেকে সরে দাঁড়ানোর ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই নিজের বক্তব্য পাল্টে কুচক্রী মহলকে দোষারোপ করলেন সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া সাব্বির আহমদ।

৪ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাব্বির আহমদ বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেউ আমাকে চাপ দেয়নি, নিজেই সরে দাঁড়িয়েছি। জকিগঞ্জ-কানাইঘাট এলাকার জনগণ একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমদ বলেন, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলাম। লাঙল মার্কায় জনগণের কাছে ভোটও চেয়েছি। কিন্তু মূলত নির্বাচনী মাঠে নিজ দল ও সহযোগী সংগঠনের সহযোগিতা না পেয়ে এবং পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

তিনি বলেন, একটি কুচক্রী মহলের প্ররোচনায় বুধবার সংবাদ সম্মেলনে বলেছিলাম, নির্বাচনের পরিবেশ ঠিক নেই। বিভিন্ন সংস্থা নির্বাচন থেকে আমাকেসহ বিভিন্ন প্রার্থীকে সরে দাঁড়ানোর জন্য হুমকি-ধামকি দিয়ে চাপ সৃষ্টি করছে। কিন্তু এ বিষয়টি একেবারেই সঠিক নয়; কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে না পেরে তাদেরকে অভিযুক্ত করেছি, এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সরকার সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী তথা সরকারের বিভিন্ন সংস্থাও নিরলসভাবে কাজ করছে।

এর আগে ৩ জানুয়ারি বুধবার একই স্থানে সংবাদ সম্মেলন করে সাব্বির আহমেদ জানিয়েছিলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করলেও বাস্তবে সে পরিবেশ নেই। এ কারণে নির্বাচন বয়কট করছেন। দলীয় সিদ্ধান্ত কিংবা সমন্বয়হীনতার কারণে তিনি নির্বাচন বয়কট করছেন না বলেও উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০