পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৪ জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আধাঘণ্ঠা অবরোধ করে রাখেন চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা।
পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীসহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এনিয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়ায় আওয়ামী প্রার্থীর কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তজনা দেখা দেয়।
ইউপি চেয়ারম্যন আশরাফুলের অভিযোগ, নৌকা প্রতীকের স্থানীয় কর্মী ইমদাদুল ও আনোয়ার তাকে দেখে গালিগালাজ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা করা হয়। খবর পেয়ে চেয়ারম্যানের সমর্থকসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা মহাসড়ক অবরোধ করেন।
তিনি বলেন, আমি শালবাহান রোডে আসার সাথে সাথে ইমদাদ ও আনোয়ায়ার আমার উপর হামলা চালায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আইনি সহায়তা চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available