• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে আহত ১০

৫ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৪১:৫৮

দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে আহত ১০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে দুমকি পীরতলা বাজারে লিফলেট বিতরণ করছিলেন। একই সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গণসংযোগ করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়।

আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০), মানসুর আলম (৩৩), শাহিন গাজী (৩১) এবং ডাব প্রতীকের সমর্থক মো. বেল্লাল (৩৫), শহিদুল ইসলাম(২৪)। আহত বাকিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত রিপন হাওলাদারকে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মো. শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পীরতলা বাজারে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম। এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে উশৃংখল একদল কর্মী আমাদের উপরে হামলা চালায়। এতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি  মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা আতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৫ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত ৩ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০