রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী কাজ করে সাধারণ মানুষের জন্য। এই নির্বাচনে তাই আমাদের বড় শক্তি জনগণ।
৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিবুন নাহার এমপি বলেন, অবহেলিত এই রামপাল-মোংলাকে পরিশ্রমের মাধ্যমে উন্নত করেছি। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা মূলত নৌকার কর্মী নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে উল্লেখযোগ্যভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলাল। এ সময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ড. এ. কে. আজাদ ফিরোজ টিপু ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোতাহার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাগা সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available