মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) : কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এত পরিমাণ ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, দেখা মনে হচ্ছে না , এটা সমুদ্র সৈকত। মনে হচ্ছে ময়লার ভাগাড় কিংবা ডাস্টবিন। ময়লার স্তুপের কারণে পর্যটকদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুতুবদিয়া বড়ঘোপের কাঁচা বাজার পশ্চিম পাশ, সমুদ্র সৈকতে প্রবেশ পথের দু’পাশ, সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে পড়ে আছে ময়লার স্তুপ। দ্বীপের গুরুত্বপূর্ণ বড়ঘোপ বাজারে ময়লা ফেলার নির্ধারিত স্থান ও পাবলিক টয়লেট না থাকায় দেশ-বিদেশের পর্যটকরা প্রতিনিয়ত নানা রকম ভোগান্তির শিকার হলেও এসব ময়লার স্তুপ সরানোর কোনো স্থানীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
রাজশাহী থেকে আসা একদল পর্যটক আরমান শরীফ, কামাল হোছাইন, জিয়াবুল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুতুবদিয়ার অনেক আকর্ষণীয় স্থানগুলো দেখে আমরা ভ্রমণের জন্য কুতুবদিয়া উপজেলাকে নির্দিষ্ট করে ঘুরতে আসলাম। এখানে এসে সব আকর্ষণীয় স্থানগুলো দেখে খুবই ভালো লাগলো। তবে সমুদ্র সৈকতের প্রবেশ মুখ থেকে শুরু করে সৈকত জুড়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ, যা আমাদের স্বতঃস্ফূর্ত মনকে খারাপ করে দিয়েছে।
বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। তবে বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available