• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

৫ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৫:২২

নবাবগঞ্জে ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড এলাকায় বালুখণ্ড-জামসা সড়কে একটি ব্রিজ ধসে পড়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। তবে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

৫ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ বালুখণ্ড (দুধঘাটা) বধুরুদ্দিনের বাড়ির পাশে অবস্থিত খালের উপর সংযোগস্থানের এই ব্রিজটি ভেঙে পড়ে।

হঠাৎ করে ব্রিজটি ধসে পড়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষের মধ্যে। পাশাপাশি খালে পানি থাকায় দুই পাড়ের মানুষ ও গাড়ি চলাচল মুহুর্তেই বন্ধ হয়ে যায়। তখন থেকেই শুরু হয় ভোগান্তি।

স্থানীয়রা বলেছেন, কয়েক বছর ধরে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রতিকারের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গেল মাসে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে পরিদর্শনে এসেছিলেন কর্মকর্তারা।

তারা আরও বলেন, যখন থেকে ব্রিজটি দিয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ দেখা দিয়েছে তখন থেকে সংশ্লিষ্ট দফতর থেকে মেরামত বা তদারকি করা হয়নি। যদি সংশ্লিষ্ট দফতর থেকে মেরামত বা তদারকি করা হতো তাহলে হঠাৎ এভাবে ব্রিজটি ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হত না।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌলশী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদ এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ব্রিজটি ধসে পড়ার বিষয়ে কেউ জানায়নি। আপনার মাধ্যমে এখন জানতে পারলাম।

তিনি আরও বলেন, প্রায় দেড় মাস আগে ঐ এলাকায় গিয়ে ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটি অনেক পুরনো এবং গ্রেড বীম ভাঙ্গা থাকায় নতুন ব্রিজের জন্য মালামালের তালিকা করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। দ্রুতই ডিজাইন শেষে টেন্ডার হয়ে যাবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০