নীলফামারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে প্রচার-প্রচারণার শেষে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক। বিষয়টি স্থানীয় ভোটারদের কাছে থেকে জানা যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ বেশিরভাগই কাঁচি মার্কার পক্ষে কাজ করছেন।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম জানান, সাধারণ জনগণ সবই বুঝেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি সাধারণ জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকবো। সব সময় উন্নয়নের পক্ষে কাজ করেছি।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচন বেশ জমে উঠেছে। চায়ের আড্ডাগুলোতে চলছে ভোটের আলোচনা। প্রার্থীদের গুণ বিচারে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে নীলফামারী-৪ আসন। এ আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ ২৬ হাজারের মতো। এর মধ্যে সৈয়দপুর উপজেলার একটি পৌরসভা ও পাঁচ ইউনিয়ন মিলে ভোটার সংখ্যা দুই লাখ ১৬ হাজারের কাছাকাছি।
অবশিষ্ট ভোটার কিশোরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে। বিশেষ করে সৈয়দপুর উপজেলার অর্ধেক ভোটার বলতে গেলে পৌরসভায় বসবাস। ভাষা সংখ্যালঘু (উর্দুভাষী) ভোটারের সংখ্যা ৫০ হাজারের মতো। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যতয় ঘটবে না বলে স্থানীয় ভোট বিশ্লেষকরা মনে করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available