মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরের দিকে হরতালের সমর্থনে সিংগাইর সড়কে ঝটিকা মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও হরতার পালিত হয়েছে।
৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে বিএনপির ডাকা হরতাল চলছে। আগামী ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
ভোর থেকে যান চলাচলে অনেকটাই স্বাভাবিক চিত্র দেখা গেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও ছিল ঢাকা আরিচা মহাসড়কে। বেলা যত গড়াচ্ছে সড়কে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও। যদিও নির্বাচনকে সামনে রেখে আতঙ্কও রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে।
মানিকগঞ্জর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। রোববারের সাধারণ ছুটি ঘোষণায় এবং আজকে সাপ্তাহিক ছুটি থাকায় মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম।
এদিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা নির্দেশনায় যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রোমানের নেতৃত্বে সিংগাইর সড়কে ভোরে ঝটিকা মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
এছাড়া আর কোথাও বিএনপির নেতাকর্মী কিংবা পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়া ফেরিঘাট ও মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের রাস্তায় ইজিবাইক, হ্যালো বাইক, রিক্সা যথারীতি চলাচল করছে এবং মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ, বিজেপি টহল দিতে দেখা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available