খুলনা ব্যুরো: খুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট বাক্সসহ সকল সরঞ্জামাদি ৭৯৩টি ভোট কেন্দ্রে পাঠানো শুরু করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
৬ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খুলনা সার্কিট হাউজ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করেন তিনি।
খন্দকার ইয়াসির আরেফিন বলেন, খুলনা মহানগরীর ৩১০টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী সার্কিট হাউসে বিতরণ করা হয়েছে। আগামীকাল ৭ জানুয়ারি ভোর ৪টা থেকে মহনগরী এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। তবে খুলনার ৯টি উপজেলার ৪৮৩টি ভোট কেন্দ্রের মালামাল ২/৩ দিন আগে দেয়া হয়েছে।
তিনি বলেন, সোমবার ভোরে স্বা স্ব কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হবে। পুলিশ ও প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available