• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে ৩৬ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৯:৫১

ঘোড়াঘাটে ৩৬ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনের সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫২ হাজার ২৯৬ জন ও নারী ভোটার রয়েছে ৫৩ হাজার ২২০ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। ইতোমধ্যে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক, জাসদের মশাল প্রতীক, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ঈগল প্রতীক নিয়ে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ৫ লক্ষ ২৫ হাজার ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫