মাগুরা প্রতিনিধি: মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বাক্সসহ সরঞ্জামাদি ২৯২টি ভোট কেন্দ্রে পাঠানো শুরু করেছে রির্টানিং কর্মকর্তা।
৬ জনুয়ারি শনিবার ভোর ৬টায় রিটার্নিং অফিসার মাগুরার কার্যালয় থেকে প্রথমে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়। পরে সহকারী রিটার্নিং অফিসারের জেলার দুইটি সংসদীয় আসনের ২৯২টি ভোটকেন্দ্রে নির্বানী ব্যালট বক্স ও সরঞ্জামাদি পাঠানো হয়।
৭ জানুয়ারি রোববার রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ। নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক প্রন্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
মাগুরায় দুইটি সংসদীয় আসন রয়েছে। মাগুরা-১ আসন সদর এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে ভোটকেন্দ্র মোট ১২৫টি, ভোট কক্ষ রয়েছে ৮১২টি। মোট ভোটার ৪ লক্ষ ৪৮৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৬২, নারী ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৬১২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
মাগুরা-২ আসনটি মোহাম্মদপুর, শালিখা, ও সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৪৩,টি ভোট কক্ষ রয়েছে ৭৮৫টি। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৪৩৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৭ হাজার ৩ শত ৪৩ জন, নারী ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র ৩ জন। সর্বোপরি জেলায় মোট ভোটার রয়েছে ৭ লক্ষ ৮৭ হাজার ৯২০ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ২৯২টি।
নির্বাচন অবাধ, নিরপক্ষ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১৭ জন নির্বাহী ও ৫ জন জুডিশিয়ালসহ মোট ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এছাড়াও পুলিশ রয়েছে ৯৮৫ জন, ৯টি মোবাইল টিমে ১১৭ জন, ৪টি স্ট্রাইকিং ফোর্স টিমে ৩২ জন, সেনাবাহিনী ৩২০ জন, বিজিবি ১০০ জন, র্যাব ৩৭জন, আনসার সদস্য ৩,৬০৪ জনসহ মোট ৫০৬৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল ৭ জনুয়ারি রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available