রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসন গঠিত। ২৪টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত রায়পুরা উপজেলা। আর এ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২০৩নং আসন নরসিংদী-৫।
নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে ১৬৩টি কেন্দ্রের ৯৮৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯৩টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কেন্দ্রের বিষয়ে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
৬ জানুয়ারি শনিবার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল সরঞ্জামাদি কেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে। ভোটের ব্যালট পেপার পৌঁছাবে নির্বাচনের দিন সকালে। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার২৯৭ জন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, বিভিন্ন গোয়েন্দা তথ্য ও পুলিশের তথ্য অনুযায়ী কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আর্মি ও ২ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available